টাকা পেল ৩৪৭ রোগী

ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত ৩৪৭ রোগীকে আর্থিক সহায়তা দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয় ।

শনিবার (৫ জুলাই) বেলা ১২টায় সিআইএমসি অডিটোরিয়ামে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত অনুষ্ঠানে এসব রোগীকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

আরও পড়ুন : চট্টগ্রামে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তরা পেল ২৬ লাখ টাকা

ডেভলপমেন্ট ফর এডুকেশন সোসাইটি এন্ড হেলথ এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ডা. একেএম ফজলুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সচিব ড. মো. মহিউদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক কাজী নাজিমুল ইসলাম ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম।

এছাড়া অনুষ্ঠানে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের পরিচালকরা উপস্থিত ছিলেন।

এসএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm