সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, জাপা মহাসচিব ধানমন্ডির ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন তাঁর শারীরিক অবস্থা ভালো আছে।
আরও পড়ুন: চট্টগ্রামে হঠাৎ ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, আক্রান্তও লাখো
জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাপা চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।
এর আগে গত বছরের ২৮ সেপ্টেম্বর জিয়াউদ্দিন বাবলুর ছোট ভাই শিল্পপতি হাসান মাহমুদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জিয়াউদ্দিন আহমেদ বাবলু এরশাদ সরকারের বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া মহাজোট সরকারের সময় চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ছিলেন।