নগরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এসময় মূল্যতালিকা প্রদর্শন না করায় এক বেকারিকে জরিমানা করা হয়।
শনিবার(২৮ মে) চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নগরের কাজীর দেউড়ি এলাকার একটি বেকারিকে মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মোটরসাইকেল আরোহীদের হেলমেট পড়ার বিষয়ে সতর্কতার পাশাপাশি চেক করা হয় লাইসেন্স।
আরও পড়ুন: ট্রেড লাইসেন্স না থাকায় জরিমানা খেল ১৩ প্রতিষ্ঠান
এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ আলোকিত চট্টগ্রামকে বলেন, কাজির দেউড়ি এলাকার একটি বেকারিকে মূল্যতালিকা না রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, অনেকেই সড়ক পরিবহন আইন সঠিকভাবে মেনে চলেন না। অভিযানে মোটরসাইকেল আরোহীদের হেলমেট পরিধানে সতর্ক এবং লাইসেন্স চেক করা হয়।
আইজেএন/আরবি

