মূল্যতালিকা না রেখে জরিমানা খেল কাজীর দেউড়ির বেকারি

নগরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এসময় মূল্যতালিকা প্রদর্শন না করায় এক বেকারিকে জরিমানা করা হয়।

শনিবার(২৮ মে) চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নগরের কাজীর দেউড়ি এলাকার একটি বেকারিকে মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মোটরসাইকেল আরোহীদের হেলমেট পড়ার বিষয়ে সতর্কতার পাশাপাশি চেক করা হয় লাইসেন্স।

আরও পড়ুন: ট্রেড লাইসেন্স না থাকায় জরিমানা খেল ১৩ প্রতিষ্ঠান

এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ আলোকিত চট্টগ্রামকে বলেন, কাজির দেউড়ি এলাকার একটি বেকারিকে মূল্যতালিকা না রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, অনেকেই সড়ক পরিবহন আইন সঠিকভাবে মেনে চলেন না। অভিযানে মোটরসাইকেল আরোহীদের হেলমেট পরিধানে সতর্ক এবং লাইসেন্স চেক করা হয়।

আইজেএন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm