ট্রেড লাইসেন্স না থাকায় জরিমানা খেল ১৩ প্রতিষ্ঠান

নগরে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা ও বকেয়া ফিসহ লাখ টাকা জরিমানা আদায় করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

মঙ্গলবার (২৪ মে) সকালে নগরের পাহাড়তলী বাজারে অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

আরও পড়ুন: চাক্তাইয়ে অভিযান—লাখ টাকা জরিমানা খেল হিফস এগ্রো ফুড

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী আলোকিত চট্টগ্রামকে বলেন, রাজস্ব সার্কেল-৬ এর আওতাধীন পাহাড়তলী বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা ও দোকানের মালামাল রাস্তায় রেখে জনভোগান্তি সৃষ্টির অপরাধে ১৬ ব্যক্তির বিরুদ্ধে মামলাসহ ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ১৩ প্রতিষ্ঠান থেকে ট্রেড লাইসেন্সের বকেয়া ফি বাবদ ৫৭ হাজার ৮৫৫ টাকা আদায় করা হয়।

অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করে।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!