লকডাউনে নিয়ম ভেঙে এক অটোরিকশাচালক ও দুই ব্যাটারিচালিত রিকশাচালক বের হয়েছিলেন অর্থ উপার্জনের উদ্দেশ্যে। কিন্তু পথে তাদের আটক করে প্রশাসন।
এ সময় বয়স্ক ও প্রতিবন্ধী দুই রিকশাচালক এবং অন্য অটোরিকশাচালক তাদের দারিদ্র্যতার কথা তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবির সোহাগের কাছে। জানান, ঘরে খাবার নেই। পেটের তাগিদেই লকডাউন উপেক্ষা করে বাধ্য হয়েই গাড়ি নিয়ে বের হতে হয়েছে। দারিদ্র্যতার কথা শুনে ইউএনও জরিমানা না করে খাদ্যসামগ্রীর উপহার তুলে দেন তিন রিকশাচালকের হাতে।
রাউজানে করোনা মহামারী ঠেকাতে কঠোর লকডাউনে সোমবার (৫ জুলাই) প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে এ দৃশ্য চোখে পড়ে।
বিকালে উপজেলার ফকিরহাট বাজার ও মুন্সির ঘাটা এলাকায় অভিযান পরিচালনা করে লকডাউন অমান্য করায় পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ।
শফিউল/ডিসি