‘চোর নয় মহাচোর’—ক্রেতা সেজে চুরি, পুলিশের জালে আটকাল ৬ চোর

নগরের চোরচক্রের ৬ সক্রিয় সদস্যকে আটক করেছে আকবর শাহ থানা পুলিশ।

রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি অটোরিকশা, নগদ টাকাসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।

আটকরা হলেন— মো. আলমগীর (২৭), মো. মনজুর আলম (২৫), মো. লিটন (২৬), মো. শওকত (২৬), মো. আব্দুস শুকুর মানিক (২৬) ও মো. ছগির ওরফে সাগর (৫২)।

আরও পড়ুন: মুহূর্তেই গায়েব অটোরিকশা—পুলিশের জালে সেই চোর

পুলিশ জানায়, ফিরোজশাহ এলাকার ব্যবসায়ী একরামুল করিম। তিনি গত ১৮ সেপ্টেম্বর সকালে দোকান খোলার পর ক্রেতা সেজে আসেন চার যুবক। আসার পর দুজন বিভিন্ন খেলনা দেখার অজুহাতে একরামুলকে ব্যস্ত রাখেন। এই সুযোগে অপর দুই ব্যক্তি দোকানদারের পেছনে থাকা ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ওই ব্যাগে নগদ ২ লাখ ৪০ হাজার টাকা, একটি চেক বই ও জরুরি কাগজপত্র ছিল। চুরির ঘটনায় আকবরশাহ থানায় মামলা করেন একরামুল।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোরচক্রের ছয় সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অটোরিকশা, নগদ টাকাসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!