স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমানের মা রোকেয়া বেগম (৮০) মারা গেছেন।
বুধবার (১৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরও পড়ুন: ৮৫ বছরের ‘মা’—চিকিৎসার ভার নিচ্ছেন না ‘৪ ছেলে—মেয়ে’ কেউ
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ডা. মিনহাজের বাসা নগরের মেহেদিবাগ ম্যাক্স হাসপাতালের সামনে মরহুমার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: হাসপাতালে করোনা রোগীর ‘সাপোর্ট’ যন্ত্রাংশ ‘বিনাটাকায়’ সচল করবে ‘মানবিক যুবক’
বাদ আছর নিজগ্রাম সাতকানিয়া রামপুর পেীরসভা ১নং ওয়ার্ড ডলুব্রীজ সংলগ্ন জামে মসজিদে দ্বিতীয় জানাজার পর পারিবারক কবরস্থানে মরদেহ দাফন করা হবে৷ গাউসিয়া কমিটি কাফন-দাফন টিম গোসল ও দাফনের দায়িত্ব পালন করছেন।
সিএম