চট্টগ্রামে করোনা: মৃত্যু ‘ভয়ঙ্কর’, শনাক্তে ‘আতঙ্ক’

চট্টগ্রামে ‘ভয়ঙ্কর’ রূপ নিচ্ছে করোনায় মৃত্যু। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫ জনের!

এদিকে ‘আতঙ্ক’ বাড়ছে শনাক্তে। ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২৭৪ জনের।

এর আগের পাঁচদিন শনাক্ত হয়েছিলেন যথাক্রমে— ১৩৬, ১৯০, ২২৬, ২৩৬ ও ২৪৭ জন।

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সরকারি-বেসরকারি ১২টি ল্যাবে করোনার ৯৭৬ নমুনা পরীক্ষা করা হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৩৫ নমুনা পরীক্ষায় ৩৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৩২ নমুনা পরীক্ষায় ৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

Yakub Group

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩০ নমুনা পরীক্ষায় ৬ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩৬ নমুনা পরীক্ষায় ৭৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৮৫টি নমুনা পরীক্ষায় ৫০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৭ নমুনা পরীক্ষায় ১২ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৯০ নমুনা পরীক্ষায় ১৮ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৬ নমুনা পরীক্ষায় ১৭ জন, মেডিকেল সেন্টার ল্যাবে ১৬ নমুনা পরীক্ষায় ৭ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৫৪ নমুনা পরীক্ষায় ১৮ জন ও পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ল্যাবে ১ নমুনা পরীক্ষায় ১ জন করোনা পজিটিভ হন।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৪ নমুনা পরীক্ষায় কারো করোনা শনাক্ত হয়নি।

নতুন আক্রান্তদের মধ্যে ১৬০ জন নগরের এবং ১১৪ জন উপজেলার।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!