চট্টগ্রামে করোনায় দেখা গেছে ‘উল্টো’ চিত্র। এবার করোনায় আহাজারি কমলেও বেড়েছে শনাক্ত। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। অথচ আগের দিন মারা গিয়েছিলেন ৩ করোনা রোগী।
এদিকে একদিনের ব্যবধানে বেড়েছে করোনা রোগী। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩৬ জনের। অথচ আগের দিন এ সংখ্যা ছিল ২৫ জন।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৬৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।
সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী জানান, পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ২ দশমিক ১২ শতাংশ। শনাক্তদের মধ্যে নগরের ১৩ জন এবং বিভিন্ন উপজেলার ২৩ জন।
আরও পড়ুন: করোনা : চট্টগ্রামে আবার মৃত্যুর আহাজারি
বুধবার ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১২ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৬ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
এছাড়া জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৩ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ২ জন এবং অ্যান্টিজেন টেস্টে ৫ জনের শরীরে করোনা ধরা পড়ে।
চট্টগ্রামে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১ হাজার ৯৪০ জনের। আর মৃত্যু হয়েছে ১ হাজার ৩০৯ জনের।