করোনা : চট্টগ্রামে আবার মৃত্যুর আহাজারি

চট্টগ্রামে করোনায় আবারও বেড়েছে মৃত্যুর আহাজারি। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ করোনা রোগীর মৃত্যু হয়েছে। এর আগের দিন (মঙ্গলবার) সিভিল সার্জন কার্যালয় ১ জনের মৃত্যু সংবাদ দেয়। তার আগের দিন ছিল মৃত্যুহীন দিন। মঙ্গলবারের তিন মৃত্যুর মধ্যদিয়ে চট্টগ্রামে এ পর্যন্ত ১ হাজার ৩০৮ জনের মৃত্যু হলো।

এদিকে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে হয়েছেন আরও ২৫ জন। পরীক্ষার তুলনায় শনাক্তের হার হয় প্রায় ১.৫৬ শতাংশ। শনাক্ত ২৫ জনের মধ্যে নগরের ১৪ জন এবং উপজেলার ১১ জন। এর মধ্যদিয়ে চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা হলো ১ লাখ এক হাজার ৯০৪ জন।

আরও পড়ুন: করোনা : চট্টগ্রামে শনাক্তের সাফল্যে ফের মৃত্যুর আঘাত

বুধবার (৬ অক্টোবর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের কয়েকটি ল্যাবে ১ হাজার ৬০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।

সিভিল সার্জনের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৭ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ১ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!