আনোয়ারায় বেপরোয়া কাভার্ডভ্যানের ধাক্কায় মু. কাইয়ূম (১০) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক গাড়িটি স্থানীয়রা আটক করেছে।
মঙ্গলবার (১৫ মার্চ) সকালে উপজেলার বারখাইন ইউনিয়ন শোলকাটা মেডিকেল মোড়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: কাভার্ডভ্যান কেড়ে নিল ব্যবসায়ীর প্রাণ, রক্তাক্ত বন্ধু হাসপাতালে
নিহত কাইয়ূম উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকার মো. কাইছার মিস্ত্রীর ছেলে। সে একটি হেফজখানার ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ (মঙ্গলবার) সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে কাইয়ূম রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
আরও পড়ুন: লালব্রিজে ঘাতক বাসে প্রাণ হারালেন কলেজশিক্ষক, রক্তাক্ত ৭
এলাকার বাসিন্দা মো. মুবিন জানান, কাইয়ূম ঘর থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান এসে তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে চমেক হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। তার বাবা একজন রাজমিন্ত্রী এবং মা কেইপিজেডের একটি কারখানায় চাকরি করেন।
ইমরান/আরবি