কাপ্তাইয়ে মাছ আহরণ শুরু, একদিনেই রাজস্ব পেল ২১ লাখ টাকা

চার মাস বন্ধ থাকার পর বুধবার (১ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে শুরু হয়েছে কাপ্তাই হ্রদে মাছ শিকার।

এদিন হ্রদ থেকে ১২৫ টন মাছ আহরণ হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন বিএফডিসি কর্তৃপক্ষ। সেই মাছ কেজিপ্রতি সাড়ে ১৭ টাকায় বিক্রি হয়েছে। এতে একদিনেই রাজস্ব আদায় হয়েছে প্রায় ২১ লাখ ৮৭ হাজার টাকা।

মাছ আহরণের প্রথম দিন থেকেই বেড়েছে ২৫ হাজার জেলে, মৎস্য ব্যবসায়ী ও শ্রমিকদের কর্মব্যস্ততা।

আরও পড়ুন: কাপ্তাই হ্রদের হলুদ পাহাড়ে ইয়াবার গন্ধ, দিনরাত চলে বেচাকেনা

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটি বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক লে. কমান্ডার তৌহিদুল ইসলাম বলেন, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিপণন কেন্দ্রগুলো থেকে পাওয়া তথ্য অনুসারে প্রায় ১২৫ টন মাছ আহরণ করা হয়েছে।

তিনি বলেন, প্রথম দিনে রাঙামাটি, কাপ্তাই ও মহলছড়ি বিপণন কেন্দ্রে প্রায় ২১ লাখ ৮৭ হাজার টাকা রাজস্ব আয় হয়েছে।

বিএফডিসি সূত্রে জানা গেছে, গতবছর কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের প্রথমদিনে তিনটি ঘাটে ১২৮ মেট্রিক টন মৎস্য আহরণ হয়েছিল। যা থেকে রাজস্ব আদায় হয় প্রায় ২২ লাখ টাকা।

বিএফডিসি’র ডেপুটি ম্যানেজার জাহিদুল ইসলাম লিখন বলেন, গতবছর প্রথম দিনে এরচেয়ে কিছুটা বেশি মাছ আহরণ করা হয়েছিল। তবে এ বছর শুরুতে বেশি মাছ আহরণে জেলেদের নিরুৎসাহিত করা হয়েছে। যাতে মাছ বড় হতে পারে এবং সারাবছর মাছ আহরণ স্বাভাবিক থাকে।

মানিক/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm