করোনা : ১০ লাখ ডোজ টিকার দুঃসংবাদের পর এলো ২০ লাখের ‘সুখবর’

কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে ১০ লাখ ডোজ করোনার টিকা আসার কথা ছিল আজ সোমবার (৩০ আগস্ট)। কিন্তু ফাইজারের সেই ১০ লাখ ডোজ টিকা আসছে না আজ। আগামী বুধবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কাতার এয়ারলাইন্সের বিমানে ঢাকায় পৌঁছবে ফাইজারের ১০ লাখ ডোজ টিকা।

তবে যুক্তরাষ্ট্রের ফাইজারের টিকা আসতে দেরি হলেও ঠিক সময়েই আসছে চীনের সিনোফার্মের টিকা। আজ (৩০ আগস্ট) মধ্যরাতেই ২০ লাখ ডোজের এই করোনার টিকা দেশে পৌঁছবে।

আরও পড়ুন: করোনার টিকা—ইনজেকশন পুশ ছাড়াই কার্যকর শতভাগ!

একটি গণমাধ্যমকে এমনটিই জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম। তিনি বলেন, রাত আড়াইটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিনোফার্মের টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পৌঁছানোর কথা রয়েছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm