করোনা শনাক্তে আলোর ঝিলিক

চট্টগ্রামে করোনা শনাক্তে আলোর ঝিলিক দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৭১টি নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে ৪ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।

এদিন করোনায় কারো মৃত্যু হয়নি। ছিল না কোনো আহাজারিও। মৃত্যুহীন দিনে শনাক্তেও এমন সাফল্য এলো প্রায় দুই বছর পর।

শুক্রবার (১৫ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১১টি ল্যাবে ১ হাজার ৪৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত হওয়া ৪ জনের মধ্যে ৩ জন নগরে এবং ১ জন উপজেলার বাসিন্দা।

আরও পড়ুন: চট্টগ্রাম : করোনায় দারুণ এক দিন

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৭৮ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৩ হাজার ৮৮১ জন এবং উপজেলা এলাকায় ২৮ হাজার ১৯৭ জন।

করোনায় মোট মৃত্যু ১ হাজার ৩১৩ জন। এর মধ্যে ৭২০ জন মহানগর এলাকায় এবং ৫৯৩ জন বিভিন্ন উপজেলার।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!