করোনা শনাক্তে দারুণ এক দিন কাটিয়েছে চট্টগ্রাম। গত ২৪ ঘণ্টায় শনাক্তে এসেছে দারুণ সফলতা। একইসঙ্গে ছিল না কোনো আহাজারি।
এক সপ্তাহ পর করোনায় মৃত্যুহীন এক দিন চট্টগ্রাম। গত ২৪ ঘণ্টায় করোনায় নগর কিংবা উপজেলায় মারা যায়নি কোনো করোনা রোগী।
চট্টগ্রামে এদিন ১ হাজার ৬৬২ নমুনা পরীক্ষায় ৩২ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে। শনাক্তের হার ১.৯২ শতাংশ।
আক্রান্তদের ১৫ জনের নগরের ও ১৭ জন উপজেলার বাসিন্দা।
এর আগের দিন চট্টগ্রামে শনাক্ত হয়েছিল ২৮ জন। শনাক্তের হার ছিল ১.৯৬ শতাংশ। তবে ওইদিন মৃত্যু হয়েছিল ২ জনের।
শনিবার (২ অক্টোবর) সিভিল সার্জনের কার্যালয় থেকে সর্বশেষ এই তথ্য জানানো হয়।
আরও পড়ুন : ‘ভয়’—চট্টগ্রামে করোনায় ৩ গুণ মৃত্যু, শনাক্তেও লাফ
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০২ নমুনা পরীক্ষায় ৭ জন, বিআইটিআইডি ল্যাবে ৫৯৭ নমুনা পরীক্ষায় ৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৯২ নমুনা পরীক্ষায় ৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ১৯২ নমুনা পরীক্ষায় ৮ জন, ইম্পেরিয়ালে ৭৪ নমুনায় ১ জন, শেভরনে ৩৮৫ নমুনায় ২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৪৬ নমুনায় ১ জন এবং মেডিকেল সেন্টারে ১৫ নমুনা পরীক্ষায় ১ জনের শরীরের করোনার উপস্থিতি পাওয়া গেছে।
এদিকে কক্সবাজার মেডিকেল কলেজে ২টি, ইপিক হেলথ কেয়ারে ৫২টি ও ল্যাব এইডে ৫টি নমুনা পরীক্ষায় কারো শরীরের করোনা পাওয়া যায়নি।
এদিন আরটিআরএলে নমুনা পরীক্ষা হয়নি। হয়নি এন্টিজেন টেস্টও।
চট্টগ্রামে এ পর্যন্ত ১ হাজার ৩০১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭১৮ জন নগরের এবং ৫৮৩ জন উপজেলার। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ লাখ ১ হাজার ৭৮৪ জন। যার ৭৩ হাজার ৭০৯ জন নগরের ও ২৮ হাজার ৭৫ জন উপজেলার বাসিন্দা।