করোনা—একইদিনে প্রাণ হারাল দুই প্রবাসী ভাই

করোনায় কেড়ে নিল দুই ভাইয়ের প্রাণ। ওমানে ২১ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত হার মেনেছে রাউজানের মো. আবুল কালাম (৬০) ও তার ভাই আবুল কাসেম (৫০)।

তারা রাউজানের চিকদাইর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আব্দুল আলী বাড়ির মৃত সুলতান আহম্মদ ওরফে মাহবুব সারাংয়ের পুত্র। দু’জনই মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের চিকদাইর ইউনিয়ন শাখা-২ এর সাধারণ সম্পাদক আবু মো. আক্কাছ উদ্দীন মানিকের বড় ভাই।

পরিবার সূত্রে জানা গেছে, ঈদের দিন তাদের করোনাভাইরাস শনাক্ত হয়। ২১ দিন পর বৃহস্পতিবার (৩ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় ওমানের একটি হাসপাতালে তাদের মৃত্যু হয়। আবুল কালাম দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক। আর আবুল কাসেমের রয়েছে তিন কন্যা সন্তান।

তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এছাড়া স্থানীয় চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান, ফটিকছড়ি এবং মহানগরের বিভিন্ন শাখা কমিটির কর্মকর্তা ও সদস্যরা শোক প্রকাশ করেছেন।

শফিউল/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm