আরেক দফা বাড়ানো হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি। আগামী ১২ জুন পর্যন্ত ছুটি বাড়িয়েছে সরকার।
বুধবার (২৬ মে) দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলন এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
এ সময় মন্ত্রী বলেন, ‘সম্প্রতি ঈদযাত্রার কারণে করোনা সংক্রমণের হার বেড়েছে। সে কারণে সবগুলো বিষয় বিবেচনা করেই ১২ জুন পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে। আশাকরি অবস্থার উন্নতি হলে, আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব।’
মহামারির করোনাভাইরাসের কারণে সবশেষ শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আগামী ২৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল।
করোনার কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
আলোকিত চট্টগ্রাম