আইপিএল : সর্বোচ্চ ভিত্তিমূল্যে সাকিব—মুস্তাফিজ, নিলামে নেই বড় তারকারাও!

আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি হবে আইপিএলের (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) নিলাম।

এবারের আসরে বেড়েছে দুটি ফ্রাঞ্চাইজি। মোট ১০ দল লড়বে শিরোপার জন্য। নতুন দুই ফ্রাঞ্চাইজি হলো লক্ষ্ণৌ ও আহমেদাবাদ।

এবারের আসরে সর্বোচ্চ ভিত্তি মূল্য ২ কোটি রুপি। এ তালিকায় আছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।

আরও পড়ুন : সাকিব-মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে কলকাতা-রাজস্থান

তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো, এবারের নিলামের তালিকায় নেই অনেক বড় তারকা। নিলামে নেই আইপিএলের বড় তারকা ক্রিস গেইল! মিচেল স্টার্ক, স্যাম কুরান, বেন স্টোকস, জোফরা আরচার এবং ক্রিস ওকসের মতো তারকা ক্রিকেটারের নামও বাদ পড়ার তালিকায়!

৪৯ জনকে রাখা হয়েছে এবার আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায়। এর মধ্যে ১৭ জন ভারতীয় ও ৩২ জন বিদেশ ক্রিকেটার। এই তালিকায় আছেন সাকিব-মোস্তাফিজ।

গত নিলামেও সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্য পেয়েছিলেন সাকিব। সেবার মোস্তাফিজের ছিল ১ কোটি রুপি। ওই আসরে সাকিবকে ৩ কোটি রুপিতে কলকাতা এবং ১ কোটি রুপিতে মুস্তাফিজকে কিনে নেয় রাজস্থান।

এবারের আইপিএলের ১ হাজার ২১৪ জন খেলোয়াড় নিলামে নাম নিবন্ধন করেছেন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!