অভিযানে ধরা পড়ল ‘আদর্শ’ ধরে রাখতে পারেনি আদর্শ বেকারি

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরির অপরাধে আদর্শ বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ ফেব্রুয়ারি) নগরের ইপিজেড এলাকার থানার মাইলের মাথা এলাকায় চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন: ‘বাংলা’ অভিযানে জরিমানা উঠল ১২ প্রতিষ্ঠানের কাঁধে

এদিকে একই অভিযানে পতেঙ্গা থানার কাটগড় বাজার সংলগ্ন ইউসুফ বলির বাড়ি এলাকায় চলাচলের রাস্তা থেকে একটি গেইট অপসারণ করে জনসাধারণের চলাচল উন্মুক্ত করে দেওয়া হয়।

অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও আনসার ব্যাটালিয়ন সহায়তা করে।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!