সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য ও লোহাগাড়া বণিক সমিতির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল করেছে লোহাগাড়া বণিক সমিতি।
শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে বটতলী স্টেশন লোহাগাড়া বণিক সমিতির কার্যালয়ে এ দোয়া ও শোকরানা মাহফিল অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি মহিউদ্দিন চৌধুরী বাচ্চুর সভাপতিত্বে ও ধর্মবিষয়ক সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহসভাপতি মো. পেয়ারু, অর্থ সম্পাদক সাত্তার সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নবী হোসেন, সহসাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, সহসাংগঠনিক সম্পাদক শফিক আহমদ ওও মো. বেলাল উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক মহিউদ্দিন মহিম।
আরও পড়ুন : শিক্ষাবান্ধব সরকার হিসেবে বিশ্বে স্বীকৃতি পেয়েছে আওয়ামী লীগ : প্রফেসর ড. নদভী
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লোহাগাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি কামাল উদ্দিন।
উল্লেখ্য, ঢাকা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দিলেও পাইলটের দক্ষতায় নিরাপদে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ ফ্লাইটে সাংসদ নদভীসহ ৪২ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন।