মহানগর পূজা পরিষদের মাসব্যাপী চিকিৎসাসেবার উদ্বোধন

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মহানগর পূজা পরিষদের আওতাধীন আইন পরিষদের উদ্যোগে মাসব্যাপী চিকিৎসাসেবা কর্মসূচি শুরু হয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় রহমতগঞ্জের পরিষদ কার্যালয়ে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গৌতম সিং হাজারী।

সহ-আইন বিষয়ক সম্পাদক অসীক দত্তের সঞ্চালনায়  অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, সহ-সভাপতি সুমন দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্ত ও অ্যাডভোকেট নটু চৌধুরী।

আরও পড়ুন: দুর্গাপূজায় বাধা, হিন্দুদের হাজারো লোক ঘেরাও করল কৈবল্যধাম মন্দির

বক্তব্য রাখছেন অ্যাডভোকেট গৌতম সিং হাজারী

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পূজা পরিষদের অর্থ সম্পাদক সুকান্ত মহাজন টুটুল, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট টিপু শীল জয়দেব, কার্যকরী সদস্য সুমন দাশ, আইন উপ পরিষদৈর সদস্য সচিব মান্না দে, অ্যাডভোকেট জুয়েল কান্তি চৌধুরী, রিগান কান্তি চৌধুরী, জুয়েল চন্দ্র দাশ, চান্দগাঁও থানা পূজা পরিষদের সভাপতি সমীরণ মল্লিক, উপ-পরিষদের কর্মকর্তা শ্যামল মজুমদার, বিশ্বজিৎ চৌধুরী, টিসু দে, অসীম তালুকদার, রাজীব পাল কাব্য, পূজন সরকার।

উদ্বোধকের বক্তব্যে লায়ন আশীষ কুমার ভট্টাচার্য বলেন, সুখে-দুঃখে, বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়ানোর মধ্যেই জীবনের যথার্থ স্বার্থকতা নিহিত। অপরের কল্যাণ কামনাকে প্রাধান্য দিয়ে নিজের স্বার্থকে ত্যাগ করার নামই মানবসেবা। আইন উপ-পরিষদের এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানাই এবং হতদরিদ্ররা এই উদ্যোগের সুফল পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অ্যাডভোকেট গৌতম সিং হাজারী বলেন, এ কর্মসূচির আওতায় হতদরিদ্র জনগণ নগরের শেভরণ, ম্যাক্স, এপিক, মেট্রো ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারে সর্বোচ্চ ৪০ শতাংশ ছাড়ে ডায়াগনস্টিক সেবা গ্রহণ করতে পারবেন। পরবর্তীতে এই সেবার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে পরিষদের।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!