কারাবন্দি দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট
দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে (৭৯) কারাগারে পাঠানো হয়েছে। এর আগে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
বুধবার (৭ জুলাই) রাতে কোয়া-জুলু নাটাল প্রদেশে নিজের বাসভবনের কাছে একটি কারাগারে তিনি এ দণ্ড ভোগ করতে যান।
জ্যাকব জুমার আত্মসমর্পণের খবর জুমা ফাউন্ডেশনের পক্ষ থেকে পরে নিশ্চিত করা হয়।
বৃহস্পতিবার (৮ জুলাই) বিবিসিসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানায়।
এর আগে জ্যাকব জুমাকে রাতের মধ্যে আত্মসমর্পণের আল্টিমেটাম দেয় পুলিশ ।
চলতি বছরের ২৯ জুন আদালত অবমাননার দায়ে জুমার ১৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আলোকিত চট্টগ্রাম