পটিয়ায় জমির বিরোধের জের ধরে মো. এরশাদ আলম (৩৬) নামে এক প্রবাসী যুবককে কুপিয়ে খুন করেছে প্রতিপক্ষ। হামলায় আহত হয়েছেন নিহতের বড় ভাই মো. নাসের (৫০)।
রোববার (১৬ মে) রাত পৌনে ৮টায় পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের গোরনখাইন ফকিরা মসজিদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রাত পৌনে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এরশাদের মৃত্যু হয়।
পুলিশ জানায়, জমির বিরোধের জের ধরে একই এলাকার আব্দুল আলীম, আব্দুল রহিম ও আব্দুল নূর নামে তিন ব্যক্তি তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তারা তিনজনই ফকির মসজিদ বাজারের হোসেন স্টোরের মালিকের ছেলে।
চমেক পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, পটিয়ায় হামলায় দুইজনকে আহত অবস্থায় চমেক হাসপাতালে আনা হলে এরশাদ আলমকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। আহত অন্যজনের সার্জারি ওয়ার্ডে চিকিৎসা চলছে।
আলোকিত চট্টগ্রাম