ফসল ফলাতে গিয়ে কৃষক ফিরলেন লাশ হয়ে

ফসল ফলাতে সকালে জমিতে গিয়েছিলেন এক কৃষক। কিন্তু একদল বন্য হা‌তির আক্রমণে তাকে ফিরতে হয়েছে লাশ হয়ে।

রোববার (১৬ মে) রাঙ্গুনিয়ার পদুয়া ইউ‌নিয়‌নের ত্রিপুরা সুন্দরী গ্রা‌মে সকাল সা‌ড়ে ৮টার দিকে ঘটনা ঘ‌টে। মারা যাওয়া কৃষকের নাম কাজী আবুল হা‌শেম আবু (৬৫)  

নিহ‌তের ছে‌লে কাজী মো. মহ‌সিন ব‌লেন, সকা‌লে জ‌মি‌তে কাজ করার সময় ১০১৫‌টি বন্য হা‌তির দল বাবার উপর আক্রমণ ক‌রে। এ সময় তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতা‌লে নি‌য়ে গেলে কর্তব্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।

রাঙ্গু‌নিয়া থানার ওসি মাহাবুব মি‌ল্কি বলেন, বন্য হা‌তির আক্রমণে কৃষ‌ক কাজী আবুল হা‌শেমের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হ‌য়ে‌ছে।

 আলোকিত চট্টগ্রাম

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm