৬ মামলা কাঁধে নিয়ে ঘুরছিল সাতকানিয়ার যুবক, বহদ্দারহাটে ধরা

ছয় মামলায় পরোয়ানাভুক্ত আসামি তৌহিদুল ইসলাম ওরফে তৌহিদ (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বহদ্দারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে শুক্রবার বিকেলে তাকে সাতকানিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন: ইয়াবা বেচে কোটিপতি আনোয়ার ধরা খেল পিবিআইয়ের জালে

গ্রেপ্তার তৌহিদ সাতকানিয়া উপজেলার কেওচিয়া গ্রামের বুলবুল আহমেদের ছেলে।

শনিবার (২৭ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

তিনি বলেন, গোপন সংবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় চান্দগাঁওয়ের বহদ্দারহাট এলাকা থেকে ৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তৌহিদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম, চুরি এবং হত্যার হুমকি দেওয়াসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ছয়টি মামলা রয়েছে।

তিনি আরও বলেন, তৌহিদ সাতকানিয়া এলাকায় হত্যার হুমকি, অস্ত্র, ডাকাতি ও চুরিসহ বিভিন্ন অপকর্মের মূলহোতা ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তৌহিদ এসব অপরাধের কথা স্বীকার করেছেন। তাকে সাতকানিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!