৫ বছরের শিশুকে বলাৎকার করল ৩ পাষণ্ড, এরপর ভিডিও দিল ফেসবুকে

মহেশখালীতে ৫ বছরের এক শিশুর বলাৎকারের ভিডিও ধারণ করে সেটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরালের ঘটনায় থানায় মামলা করেছে ভিকটিমের পরিবার। তবে আসামিদের কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

গত ২০ মার্চ দুপুর ৩টায় উপজেলার মাতারবাড়িতে মাঝের ডেইলের একটি পরিত্যক্ত দোকানে এ ঘটনা ঘটে। পরে ২৭ মার্চ এ ঘটনায় মহেশখালী থানায় মামলা করা হয়।

আরও পড়ুন: মাওলানার ‘শিশু বলাৎকার’—ইজ্জত বাঁচাতে যুবককে ‘চাঁদাবাজি’ মামলা!

মামলার এজাহার সূত্রে জানা যায়, মাতারবাড়ি ৭ নম্বর ওয়ার্ডের মাঝের ডেইল এলাকার আব্দুর রহিমের সাড়ে ৫ বছরের ছেলেকে গত ২০ মার্চ দুপুর ৩টায় মাঝের ডেইলের একটি পরিতাক্ত দোকানে ডেকে নিয়ে ছাবের আহামদের ছেলে সালাহ উদ্দিন ( ২২ ), মো. কাছিমের ছেলে মো. মামুন ( ১৬ ) ও টুনু মিয়ার ছেলে নেজাম উদ্দিন ( ১৭ ) বলাৎকার করে। এসময় তাদের একজন মোবাইল ফোনে বলৎকারের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

পরে ঘটনাটি এলাকায় জানাজানি হলে ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরও পড়ুন: ‘হাসপাতালে ভর্তি’—মাদ্রাসাছাত্রকে বলাৎকার, আটক হলেন শিক্ষক

এরপর গত ২৭ মার্চ বলাৎকারের ঘটনায় মহেশখালী থানায় মামলা করে ভিকটিমের বাবা আব্দুর রহিম।

এ বিষয়ে জানতে চাইলে মহেশখালী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হাই আলোকিত চট্টগ্রামকে বলেন, শিশু বলাৎকারের ঘটনায় মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুত আসামিদের আইনের আওতায় আনা হবে।

সাহাবউদ্দীন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!