অটোরিকশাকে দুমড়েমুচড়ে দিল ট্রাক, চালক নিহত—৩ যাত্রী রক্তাক্ত

রাঙ্গুনিয়ায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক মো. জমির উদ্দিন (৪৫) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন গাড়িতে থাকা তিন যাত্রী।

রোববার (৩ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের বুইজ্জ্যার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

আরও পড়ুন: আনোয়ারায় ভোটার তালিকা হালনাগাদ কর্মীদের মেরে রক্তাক্ত করল ‘যুবলীগ’ নেতা

নিহত জমির উদ্দিন উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শিকদারপাড়া গ্রামের এখলাছুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপেজলার চন্দ্রঘোনা বুইজ্জ্যার দোকান নামক স্থানে কাপ্তাইগামী একটি দ্রুতগতির ট্রাক (চট্টমেট্রো ড ১১-৩৫৮৭) যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলেই অটোরিকশা চালক জমির উদ্দিন নিহত হন। এসময় আহত হন অটোরিকশায় থাকা তিন যাত্রী। পরে তাদের উদ্ধার করে স্থানীয়রা উপজেলা হাসপাতালে নিয়ে যায়।

যোগাযোগ করা হলে রাঙ্গুনিয়া মডেল থানার ইনচার্জ মাহবুব মিল্কি আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ (রোববার) বেলা সাড়ে ১২টার দিকে কাপ্তাইগামী একটি ট্রাক চন্দ্রঘোনার বুইজ্জ্যার দোকান অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই অটোরিকশা চালক জমির উদ্দিন নিহত হন।

এমএএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!