মামলা খেল পাহাড়তলী বেকারি, পলিথিন রাখায় ৩ দোকানিকে জরিমানা

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে পাহাড়তলী বেকারিকে মামলাসহ অর্ধলাখ টাকা জারিমানা করা হয়েছে।

এছাড়া দোকানে পলিথিন রাখায় মামলাসহ ৮ হাজার টাকার জরিমানা গুণতে হয়েছে তিন ব্যবসায়ীকে।

বুধবার (১ ডিসেম্বর) পাহাড়তলী, কর্ণফুলী মার্কেট ও কাজির দেউরি এলাকায় পরিচালিত অভিযানে এসব জরিমানা আদায় করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

আরও পড়ুন: শুনানিতে না এসে জরিমানা খেলেন বিডিসি ফুডস ও ১১ ব্যক্তি

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, অস্বাস্থ্যকর-নোংরা পরিবেশের কারণে পাহাড়তলী বেকারিকে মামলাসহ ৫০ হাজার টাকা এবং পলিথিন ব্যাগ ব্যবহার করায় কর্ণফুলী মার্কেটের নুর ট্রেডার্স, কাজির দেউরি বাজারের মেসার্স জীবন গ্রোসারি ও একটি ফলের দোকানসহ তিন দোকানদারকে মামলাসহ ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, পলিথিনমুক্ত। বাজার ও পরিবেশবান্ধব নগর গড়ার লক্ষ্যে পলিথিন ব্যবহার না করার জন্য বাজারের ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযানে চট্টগ্রাম সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করে।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!