‘ভয়’—চট্টগ্রামে ৩ দিন ধরে করোনার তুফান

চট্টগ্রামে কোনোভাবেই ধামানো যাচ্ছে না করোনার তুফান। টানা তিনদিন ধরেই ভয়ঙ্করভাবে বাড়ছে শনাক্ত।

গত ২৪ ঘণ্টায় আরো ২৬০ জনের শরীরে পাওয়া গেছে এ জীবাণু। এর আগের দুদিন শনাক্ত হয়েছিলেন যথাক্রমে ২০৬ ও ২২২ জন।

মৃত্যুহীন এইদিন ২ হাজার ৫৩২ নমুনা পরীক্ষায় নগরে ২২৬ ও উপজেলায় শনাক্ত হয় ৩৪ জন। শনাক্তের হার ১০.২৭ শতাংশ।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদন থেকে জানা যায়, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১২৪ নমুনা পরীক্ষায় ৪৪ জন, বিআইটিআইডিতে ৭২৫ নমুনায় ৪১ জন, চট্টগ্রাম মেডিকেলে ১১৭ নমুনায় ৩৯ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ৩১২ নমুনায় ৩৯ জন, শেভরনে ৩৯০ নমুনায় ৩০ জন, আরটিআরএলে ৩৮ নমুনায় ২০ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৭ নমুনায় ১২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৪৭ নমুনায় ১১ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ১৩৯ নমুনায় ১০ জন, মেট্রোপলিটন হাসপাতালে ৪৬ নমুনায় ৮ জন এবং শাহ আমানত বিমানবন্দরে ২৩৯ নমুনা পরীক্ষায় ৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

আরও পড়ুন : চট্টগ্রামে করোনার বিশাল ঢেউ, শনাক্ত পৌঁছল নতুন চূড়ায়

তবে এদিন হয়নি কোনো এন্টিজেন টেস্ট। সেইসঙ্গে ভেটেরিনারি ও এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় এবং ল্যাবএইডে হয়নি কোনো নমুনা পরীক্ষা।

উপজেলার মধ্যে হাটহাজারীতে ৮ জন, রাউজানে ৬ জন, আনোয়ারায় ৪ জন; লোহাগাড়া, সীতাকুণ্ড ও চন্দনাইশে ৩ জন করে; রাঙ্গুনিয়া, মিরসরাই, সন্দ্বীপে ২ জন করে এবং পটিয়ায় ১ জনের দেহে এ ভাইরাস পাওয়া গেছে।

চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত ১ লাখ ৩ হাজার ৮৯২ জন। যাদের ৭৪ হাজার ৩৫১ জন নগরের ও ২৮ হাজার ৫৪১ জন উপজেলার বাসিন্দা।

মোট মৃত্যু ১ হাজার ৩৩৫ জন। যাদের ৭২৫ জন নগরের ও ৬১০ জন উপজেলার বাসিন্দা।

ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!