ঘরে ছারপোকার ওষুধ ছিটিয়ে রাতে ঘুমাতে গেল ২ বোন, দুপুরে মৃত্যু

নগরের ইপিজেড থানার বন্দরটিলা আয়শার মার গলি এলাকায় রাহিমা (২২) ও ফজিলা (১৯) নামে দুবোনের রহস্যজনক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এরপর দুপুর সাড়ে তিনটার দিকে আরেকজন মারা যান।

নিহত দুবোনই গার্মেন্টসে চাকরি করতেন। তাদের গ্রামের বাড়ি পিরোজপুরের মটবাড়িয়া থানায়। এদের মধ্যে রাহিমার বিয়ে হয়েছে। তার স্বামী প্রবাসী।

নিহতের স্বজনরা জানায়, বুধবার (১৮ জানুয়ারি) রাতে ঘরে ছারপোকা মারার ওষুধ ছিটিয়ে ঘুমাতে যায় দুবোন। এর ঘণ্টা দুয়েকের মধ্যে তাদের শ্বাসকষ্ট শুরু হয়। পরদিন সকালে তাদের অপর বড় বোন এসে দুজনকে বন্দরটিলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এরপর এক বোনকে দুপুরের দিকে চমেক হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে আরেক বোন অসুস্থ হলে তাকেও ভর্তি করা হয়। দুপুর সাড়ে তিনটার দিকে তিনিও মারা যান।

বড় বোন নাজমা আখতার বলেন, রাতে খবর পেয়ে তাদের বাসায় গিয়ে দেখি দুবোনই গুরুতর অসুস্থ। সকালে তাদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের চমেক হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দেন চিকিৎসক। পরে দুপুরের দিকে ছোট বোনকে ভর্তি করালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর বড় বোনও অসুস্থ হলে তাকেও চমেকে ভর্তি করানো হয়। দুপুর সাড়ে তিনটার দিকে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কমির আলোকিত চট্টগ্রামকে বলেন, দুবোনের মৃত্যুর খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। ছারপোকার ওষুধের বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!