২ ঘণ্টার আগুনে পুড়ল হালিশহর কাঁচাবাজারের শতাধিক দোকান

নগরের হালিশহরে দুই ঘণ্টার আগুনে পুড়ে গেছে কাঁচবাজারের শতাধিক দোকান। মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আর্টিলারি সেন্টারের পাশে গোডাউন বাজারে এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ১০টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দুঘণ্টা চেষ্টার পর সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নিভে গেলেও ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে।

আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী ফরিদ আহমেদ আলোকিত চট্টগ্রামকে বলেন, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে হালিশহরের গোডাউন বাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ১০টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। তারা দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: আগুনে সব হারাল ১০ পরিবার

প্রত্যক্ষদর্শীরা জানান, হালিশহর আর্টিলারি সেন্টারের পাশের এই গোডাউন বাজারে শতাধিক কাঁচা দোকান আছে। সকালে যখন আগুন লাগে তখন বেশিরভাগ দোকানই ছিল বন্ধ। অগ্নিকাণ্ডে বেশিরভাগ দোকানই পুড়ে গেছে।

আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সব

তারা বলেন, আগুনে দোকানের ভেতরের সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে গেছে আগুনে। ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

তবে ফায়ার সার্ভিস এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে কিংবা ক্ষয়ক্ষতি কত হতে পারে তা নিরুপণ করতে পারেনি।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!