১ কোটি ৬৫ লাখ টাকা মেরে দেওয়া ছাত্রদল নেতা ধরা খেল ওয়াসার মোড়ে

চেক প্রতারণা মামলার আসামি বন্দর থানা ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম বাপ্পিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ৬ মামলার পরোয়ানা নিয়ে ৫ মাস ধরে আত্মগোপনে ছিলেন।

সোমবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে নগরের ওয়াসার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ (মঙ্গলবার) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তার শহিদুল ইসলাম বাপ্পি বন্দর থানার আনন্দবাজার ২ নম্বর সাইডপাড়ার মো. সেকান্দরের ছেলে।

আরও পড়ুন: চট্টগ্রামে টাকা মেরে লুকিয়ে ছিল ঢাকায়, কোতোয়ালি পুলিশের জালে ২ প্রতারক

পুলিশ সূত্রে জানা যায়, সালাহ উদ্দিন নামের এক ব্যক্তির কাছ থেকে ব্যবসার প্রলোভন দেখিয়ে বিভিন্ন কৌশলে ১ কোটি ৬৫ লাখ টাকা হাতিয়ে নেন শহিদুল ইসলাম বাপ্পি। এ টাকার বিপরীতে সালাহ উদ্দিনকে বিভিন্ন ব্যাংকের চেক দেন তিনি। টাকা ফেরত দিতে দীর্ঘ সময় কালক্ষেপন করায় গত ১৯ জুন সালাহ উদ্দিন বাদী হয়ে বাপ্পির বিরুদ্ধে চেক প্রতারণা মামলা করেন।

এ বিষয়ে বন্দর থানার অপারেশন অফিসার (এসআই) বিকাশ চন্দ্র শীল আলোকিত চট্টগ্রামকে বলেন, ছয় চেক মামলার আসামি বাপ্পি বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন। সোমবার সাড়ে ৭টার দিকে তাকে ওয়াসার মোড় থেকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!