সেপ্টেম্বরজুড়ে ১৫ টাকা কেজির চাল পাবে লোহাগাড়ার হতদরিদ্ররা

লোহাগাড়া উপজেলায় হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজিতে চাল পেয়েছে ১১৫ পরিবার।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজিতে চাল বিক্রি করে খাদ্য অধিদপ্তর।

আরও পড়ুন: মিরসরাইয়ে চাল পেল দেড় হাজার দুস্থ পরিবার

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম ইব্রাহিম কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান, উপজেলা খাদ্য কর্মকর্তা অসিত বরণ তালুকদার, পদুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ, খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা, সমাজকর্মী, সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য কর্মকর্তা অসিত বরণ তালুকদার জানান, খাদ্যশস্যের বাজারমূল্যের ঊর্ধগতির প্রবণতা রোধে নিম্ন আয়ের জনগোষ্ঠীকে মূল্য সহায়তা ও বাজার দর স্থিতিশীল রাখার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। উপজেলার আনুমানিক ১১৫ হতদরিদ্র পরিবারের মাঝে ১৫ টাকা কেজিতে চাল বিতরণ করা হয়েছে। ১৫ টাকা কেজি দরে সেপ্টেম্বরজুড়ে এই চাল বিতরণ করবে খাদ্য অধিদপ্তর।

এসএস/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!