১৪ বছর দণ্ড—সাইফুল জেলে গেলেও মোক্তার উধাও

ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার মাদক মামলায় দুই আসামিকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৩ নভেম্বর) চট্টগ্রাম সিনিয়র দায়রা জজ আজিজ আহমদ ভূঞা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— ভুজপুর থানার হলুদিয়া মাস্টার বাড়ির দেলোয়ার হোসেন মজুমদারের ছেলে মো. মোক্তার হোসেন (৩৬) ও একই এলাকার মো. শরবত আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৪)।

আরও পড়ুন : চট্টগ্রামে বাসে ইয়াবা নিয়ে আসা যুবকের ৫ বছরের দণ্ড

জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে আলোকিত চট্টগ্রামকে বলেন, মাদক আইনের মামলায় দুই আসামিকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় সাইফুল ইসলাম হাজির ছিল। পরে তাকে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে। তবে জামিনে গিয়ে পলাতক থাকা মোক্তার হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদলত।

মামলার অভিযোগে জানা যায়, ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার ১নম্বর বাগান বাজার ইউপির বাংলা বাজারের রামগড় রোড এলাকায় র‌্যাবের টহল গাড়ি গেলে দণ্ডপ্রাপ্তরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে র‌্যাব।

এ ঘটনায় র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের নায়েব সুবেদার মো. কামাল উদ্দিন বাদী হয়ে ভুজপুর থানায় মাদক মামলা করেন। এরপর ভুজপুর থানার এসআই মো. রাশেদুল হাসান ২০২২ সালের ৩ এপ্রিল তদন্ত শেষে দুই আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। এ মামলায় ১০ জন স্বাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!