হেপাটাইটিস রোগ প্রতিরোধ—সচেতনতায় ১০ নির্দেশনা

আজ (২৮ জুলাই) বিশ্ব হেপাটাইটিস দিবস। ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস নির্মূলের লক্ষ্যে জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিই এর উদ্দেশ্য।

হেপাটাইটিস কী?
লিভারের যেকোনো ধরণের প্রদাহ/ ক্ষতকে হেপাটাইটিস বলে। আর এই প্রদাহ ভাইরাসজনিত কারণে হলে সেটাই ভাইরাল হেপাটাইটিস। হেপাটাইটিস এ, বি, সি, ডি ও ই— ভাইরাসই মূলত এজন্য দায়ী।

হেপাটাইটিসের প্রাদুর্ভাব
বিশ্বের প্রায় ৩৫ কোটি লোক হেপাটাইটিসে আক্রান্ত। তাদের মধ্যে প্রায় ৩০ কোটি মানুষ অর্থাৎ আক্রান্ত প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই নিজের শরীরে এই রোগের উপস্থিতি সম্পর্কে জানেন না। সারা বিশ্বে প্রতি ৩০ সেকেন্ডে ১ জন হেপাটাইটিস রোগে মারা যায়। আমাদের দেশের প্রায় ১ কোটি মানুষ হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’তে আক্রান্ত এবং প্রতি বছর ২৫ হাজার মানুষ হেপাটাইটিসের নানারকম জটিলতায় মারা যান।

হেপাটাইটিসের জটিলতা
দীর্ঘদিন রোগভোগের কোনো একপর্যায়ে হেপাটাইটিস-বি ও সি রোগীদের সিরোসিস, পেটে বা পায়ে পানি আসা, রক্তবমি, অজ্ঞান হওয়া, আবোল -তাবোল বকা, এমনকি লিভার ক্যান্সার হতে পারে। কেউ কেউ সারাজীবন উপসর্গবিহীন বাহক হিসাবে থাকতে পারেন।

হেপাটাইটিসের চিকিৎসা
হেপাটাইটিস-বি ভাইরাসে আক্রান্ত নিরব/নিষ্ক্রিয় বাহকদের দীর্ঘদিন কোনো ওষুধের প্রয়োজন হয় না। ‘ক্রনিক একটিভ বা সক্রিয়’ রোগীদের কিছু সুনির্দিষ্ট ওষুধ দীর্ঘদিন ব্যবহার করতে হয়। গর্ভকালীন সময়ে খাওয়া যাবে মা ও শিশুর জন্য নিরাপদ এমন ওষুধ এখন সহজলভ্য। আক্রান্ত নির্দিষ্ট বয়সের শিশুদের জন্য দরকারি ওষুধও পাওয়া যায়। হেপাটাইটিসে ব্যবহৃত আন্তর্জাতিক মানসম্মত সব ওষুধই এখন সাশ্রয়ী মূল্যে বাংলাদেশেই পাওয়া যায়।

প্রতিরোধ করুন
১. একবার ব্যবহৃত সিরিঞ্জ ও সুচ পুনরায় ব্যবহার করবেন না।
২. সঠিক ও নিশ্চিতভাবে পরীক্ষিত রক্ত গ্রহণ করুন।
৩. দাঁতের চিকিৎসা, নাক-কান ফোরানো কিংবা শরীরের অন্য কোনো অপারেশনের সময় জীবাণুমুক্ত যন্ত্রপাতি ব্যবহারে সচেতন হোন।
৪. নিরাপদ যৌন জীবন-যাপন করুন।
৫. সেলুনে ডিসপোজিবল ব্লেইড ব্যবহারে নিশ্চিত হোন।
৬. শিরাপথে মাদক গ্রহণে বিরত থাকুন।
৭. পায়ারসিং বা শরীরে ট্যাটু আঁকার কাজ করালে স্টেরিয়ালাইজড নিডল বা সুচ ব্যবহারে নিশ্চিত হোন।
৮. হেপাটাইটিস ‘এ’ ও ‘বি’ রোগের ভ্যাকসিন/টিকা নিন।
৯. গর্ভকালীন সময়ের শুরুতে প্রতিটি গর্ভবতী মায়ের হেপাটাইটিস বি ও সি রোগের রক্ত পরীক্ষা করান।
১০. হেপাটাইটিসে আক্রান্ত মায়ের সন্তানকে জন্মের ২৪ ঘণ্টার মধ্যে হেপাটাইটিস বি টিকা দিন।

সচেতনতা জরুরি
আক্রান্ত না হতে এবং জীবন বাঁচাতে সচেতনতা জরুরি। আজই চিকিৎসকের পরামর্শ নিন, রক্ত পরীক্ষা করান, হেপাটাইটিসে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসা নিন, সুস্থ থাকুন।

লেখক: ডা. আবদুল্লাহ আল মাহমুদ, এমডি (হেপাটোলজি)।
লিভার বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক, হেপাটোলজি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!