হাটহাজারীতে হঠাৎ আগুনে পুড়ে ছাই শিকদার বাড়ির ৮ ঘর

হাটহাজারীর ৮নং মেখল ইউনিয়নের (দক্ষিণ পূর্ব মেখল) আব্দুল আলী শিকদার বাড়িতে আগুন লেগেছে। এতে ওই বাড়ির ৮টি কাঁচা ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
হাটহাজারী ফায়ার সার্ভিস ও ডিফেন্স সূত্রে জানা গেছে, উপজেলার মেখল ইউনিয়নের (দক্ষিণ পূর্ব মেখল) আব্দুল আলী শিকদার বাড়িতে রাত ৩টার দিকে হঠাৎ আগুন লাগে। এ সময় সবাই ঘুম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে ৮টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ও ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

যোগাযোগ করা হলে হাটহাজারী ফায়ার সার্ভিস ও ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান আলোকিত চট্টগ্রামকে বলেন, মেখল এলাকার আব্দুল আলী শিকদার বাড়িতে আগুনের খবর পেয়ে আমাদের একটি ইউনিট দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সিএম/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!