হঠাৎ থেমে গেল ‘কোরিয়ার নতুন কোচ’ নিয়ে চলা সোনার বাংলা

যান্ত্রিক ত্রুটির কারণে চলতে চলতে হঠাৎ থেমে গেছে কোরিয়ার নতুন কোচ নিয়ে চলা ঢাকামুখী সোনার বাংলা ট্রেন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেল ৫টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও তিন ঘণ্টা পরে রাত ৮টার দিকে ছাড়ে সোনার বাংলা।

রেলওয়ে সূত্রে জানা যায়, সোনার বাংলা ট্রেন আজ বিকেল ৫টায় চট্টগ্রাম স্টেশন ছেড়ে গিয়ে পাহাড়তলী পোস্তার পাড় এলাকায় পৌঁছালে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে খবর পেয়ে কোরিয়ান প্রকৌশলীরা এলে ট্রেনের ব্রেকের সমস্যা ধরা পড়ে৷ এরপর টানার তিন ঘণ্টার চেষ্টায় মেরামত শেষে রাত ৮টার দিকে চট্টগ্রাম ছেড়ে যায় সোনার বাংলা।

আরও পড়ুন : পণ্যবাহী ট্রেনকে সোনার বাংলার ধাক্কা, দুর্ঘটনায় দায়ী চালক-গার্ড

এ বিষয়ে জানতে চাইলে বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (পূর্ব) মো. জাহিদ হাসান আলোকিত চট্টগ্রামকে বলেন, বুধবার থেকে সোনার বাংলা ট্রেন কোরিয়ার থেকে আনা নতুন কোচে চলাচল করছে। আজ হঠাৎ ট্রেনে ব্রেকের সমস্যা ধরা পড়ে। পরে কোরিয়ান প্রকৌশলীরা গিয়ে মেরামত করেন। এরপর রাত ৮টার দিকে ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

যোগাযোগ করা হলে স্টেশন মাস্টার মো. জাফর আলম বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে সোনার বাংলা ট্রেনটি যথাসময়ে স্টেশন ছেড়ে যেতে পারেনি। ত্রুটি সারানোর পর রাত ৮টায় চট্টগ্রাম ছেড়ে গেছে।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!