স্বেচ্ছাসেবক লীগের ১০ অক্সিজেন সিলিন্ডার পেল গাউছিয়া কমিটি

গাউছিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখাকে ১৪ লিটারের ১০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে মহানগর স্বেচ্ছাসেবক লীগ।

স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর আহ্বানে এবং সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের নির্দেশনায় বৃহস্পতিবার (৫ আগস্ট) এ সিলিন্ডার হস্তান্তর করা হয়। এতে পৃষ্ঠপোষকতা করেন স্বেচ্ছাসেবক লীগের নেতা এম এ নেওয়াজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির উপ-পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু। প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মাহবুবুল আলম।

মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও গাউসিয়া কমিটি বাংলাদেশ হালিশহর থানা শাখার সাধারণ সম্পাদক এমএ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ সোহেল, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াস আলকাদেরী, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য একেএম আজগর আলী, বসুন্ধরা ইউনিট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য সুজিত দাশ, আব্দুর রশিদ লোকমান, হালিশহর থানা গাউসিয়া কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুর রহিম, সহ-সভাপতি হাজী শাহ্ আলম, সেলিম সওদাগর, সাংগঠনিক সম্পাদক মো. জোবায়েদ উদ্দিন টুটুল, ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মো. হাসান মুরাদ, সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান।

আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা রুবেল আহমেদ বাবু, সিরাজুল ইসলাম, সরওয়ার সুমন, মো. রাসেল, মো. জাহেদ, মফিজুর রহমান দুলাল, ইঞ্জিনিয়ার মো. আসিফ, মনির উল্লাহ খান, আমজাদ খান, সাজ্জাতুল ইসলাম রনি, ললিত চৌধুরী, মো. মাসুদ, মো. সাহেদ, বোরহান উদ্দিন, মো. টনি, আরইউ রুপো, মো. সৌরভসহ মহানগর স্বেচ্ছাসেবক লীগ ও গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু বলেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সারাদেশে করোনা মোকাবেলায় সাধারণ মানুষের পাশে থেকে দিন-রাত কাজ করে যাচ্ছে। ‘মানুষ মানুষের জন্য’- এ মূল্যবোধকে চেতনায় ধারণ করে সারাদেশের মত চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগও কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় মহানগর স্বেচ্ছাসেবক লীগ আজ গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরকে ফ্রি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করছে।

প্রধান বক্তা মাহবুবুল আলম বলেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ আজ সারাদেশে এক মানবতার সারথি হিসেবে পরিচিতি লাভ করেছে। একটি ত্বরিকতভিত্তিক আধ্যাত্মিক সংগঠন হলেও করোনাকালে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। আপনাদের দেওয়া ফ্রি অক্সিজেন উপহার আমাদের সেবামূলক কার্যক্রমকে এগিয়ে নিতে অনুপ্রেরণা যোগাবে।

মহানগর স্বেচ্ছাসেবক লীগের মতো মানবতার কল্যাণে ও করোনা পরিস্থিতি মোকাবেলায় গাউসিয়া কমিটি বাংলাদেশকে সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!