স্বামীর যৌতুক মামলায়—বৌয়ের বিরুদ্ধে চার্জগঠন আদালতে

স্বামীর করা যৌতুক মামলায় বৌয়ের বিরুদ্ধে চার্জগঠনের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৩ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এ আদেশ দেন।

এর আগে ২০১৯ সালের ১৯ ডিসেম্বর স্ত্রী তুলি দাশের বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করেন স্বামী জুয়েল দাশ। এ সময় আদালত কর্ণফুলী থানাকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। পরে এ মামলায় পুলিশ চার্জশিট দিলে আদালত তুলি দাশের বিরুদ্ধে সমন জারি করেন।

মামলার বাদি জুয়েল দাশ রাঙ্গুনিয়া থানার উত্তর পদুয়া দত্তের বাড়ির সুধীর দাশের ছেলে। তুলি দাশ একই গ্রামের শংকর দাশের মেয়ে।

আরও পড়ুন: যৌতুক চেয়ে স্ত্রীকে মেরে রক্তাক্ত, থানায় গেল স্বামীর বিরুদ্ধে অভিযোগ

মামলায় অভিযুক্ত অন্যরা হলেন- শাশুড়ি দীপ্তি রাণী চৌধুরী (৪৫) ও শ্যালক প্রীতম চৌধুরী (২২)। সবার বাড়ি রাঙ্গুনিয়া থানার উত্তর পদুয়ায়।

জুয়েল দাশের আইনজীবী অ্যাডভোকেট শুভাশিষ শর্মা আলোকিত চট্টগ্রামকে বলেন, বিয়ের পর থেকে স্বামী জুয়েল দাশের কাছে স্ত্রী তুলি দাশ বিভিন্ন সময় টাকা ও জিনিসপত্র দাবি করতেন। না দিলে হুমকি-ধমকি দিয়ে মিথ্যা মামলা করার ভয় দেখাতেন। এপরও জুয়েল সংসারের কথা চিন্তা করে সবকিছু মেনে নেন। কিন্তু শেষে ৫ লাখ টাকা যৌতুক ও জমিজমা লিখে দেওয়ার চাপ দিলে অতিষ্ঠ হয়ে তিনি আদালতে মামলা করেন। মাননীয় আদালত বিষয়টি আমলে নিয়ে তুলি দাশের বিরুদ্ধে চার্জগঠনের আদেশ দিয়েছেন। এ মামলায় সুবিচার আশা করছি।

প্রসঙ্গত, ২০১৬ সালের সালে জুয়েল দাশ ও তুলি দাশের বিয়ে হয়।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!