চট্টগ্রামে ৯৬ সোনার বার এনে যুবককে জেলে থাকতে হবে ১ যুগ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৬টি স্বর্ণের বার উদ্ধারে করা মামলায় মো. দিদারুল আলমকে (৪৫) ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৭ জুন) চট্টগ্রাম মহানগর দায়রা জজ জেবুননেসা বেগমের আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মো. দিদারুল আলম রাউজান থানার দেওয়ানপুর এলাকার মো. মাহবুব আলমের ছেলে।

আরও পড়ুন : ৮২ সোনার বার নিয়ে ধরা, জামিন নিয়ে উধাও—চোরাকারবারির সাজা

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুর রশিদ আলোকিত চট্টগ্রামকে বলেন, স্বর্ণ চোরাচালান মামলার একমাত্র আসামি দিদারুল আলমকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক। পরে সাজা পরোয়ানা মূলে আসামিকে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৯ সালের ৯ এপ্রিল চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানের রাজধানী মাসকট থেকে একটি ফ্লাইট চট্টগ্রামে আসে। এসময় ফ্লাইটের যাত্রী দিদারুল আলমের কাছ থেকে ১১ কেজি ১৯৭ গ্রাম ওজনের ৯৬টি স্বর্ণের বার উদ্ধার করে কাস্টম কর্তৃপক্ষ। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে নগরের পতেঙ্গা থানায় বিমানবন্দরের কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা করুনাময় চাকমা বাদী হয়ে মামলা করেন। মামলায় ১৮ জন সাক্ষীর মধ্যে ১১ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!