সীতাকুণ্ডে মুক্তিযোদ্ধার ছেলেকে কুপিয়ে খুন

সীতাকুণ্ডে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে মুক্তিযোদ্ধার ছেলে মো. খোরশেদ আলমকে (৪০) কুপিয়ে খুন করা হয়েছে।

শনিবার (৩ সেপ্টম্বর) রাত সাড়ে ৮টার দিকে পন্থিছিলা ফকিরপাড়ার আলী আহমদ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত খোরশেদ ওই বাড়ির বীর মুক্তিযোদ্ধা নুর আহম্মদের ছেলে এবং পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড পৌরসভা এলাকার পন্থিছিলার আলী আহমদ বাড়ির মুক্তিযোদ্ধা নুর আহমদের ছেলে খোরশেদ শনিবার রাত ৮টার দিকে প্রাইভেট কারে করে বাড়ি আসেন। কারটি খোরশেদসহ পরিবারের সদস্যদের নামিয়ে দিয়ে ঘোরানোর সময় প্রতিবেশী বাহাদুরের ঘরের সামনে গেলে তাঁর ছেলে আরাফাত চালকের সঙ্গে ঝগড়া শুরু। এ সময় খোরশেদ আরাফাতের কাছে ঝগড়ার কারণ জানতে চান। এতে আরাফাত তার সঙ্গেও ঝগড়া শুরু করে দেন। উভয়ের মধ্যে ঝগড়ার একপর্যায়ে ক্ষুব্ধ আরাফাত রান্নাঘর থেকে ধারালো বটি এনে খোরশেদের মুখে ও গলায় কোপ দিয়ে তাকে মারাত্মকভাবে জখম করে। এতে খোরশেদের মুখ ও গলা কেটে রক্তক্ষরণ হয়।

এরপর আরাফাত দ্রুত পালিয়ে যায়। এসময় খোরশেদের চিৎকার শুনে স্ত্রীসহ পরিবারের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড থানার ওসি মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে আলোকিত চট্টগ্রামকে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসএস/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!