সীতাকুণ্ডে মনোনয়নপত্র বাছাইয়ে ধরা খেলেন এমপি দিদারুল আলম

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড বর্তমান এমপি দিদারুল আলমসহ চারজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে ৫ জনের মনোনয়নপত্র।

রোববার (৩ ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে চারজনের মনোনয়ন বাতিল করা হয়।

মনোনয়ন বাতিল হওয়া অন্যরা হলেন— স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী লায়ন মো. ইমরান ও বিএনএফ প্রার্থী মো. আক্তার হোসেন।

আরও পড়ুন : মিরসরাইয়ে মনোনয়ন হারালেন গিয়াস

মনোনয়নপত্র বৈধ প্রার্থীরা হলেন— আওয়ামী লীগের এসএম আল মামুন, জাতীয় পার্টির দিদারুল কবির, তৃণমূল বিএনপির খোকন চৌধুরী, ইসলামীক ফ্রন্টের মো. মোজাম্মেল হোসেন এবং বাংলাদেশ কংগ্রেসের শহীদুল ইসলাম চৌধুরী।

এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ইউএনও কেএম রফিকুল ইসলাম বলেন, এমপি দিদারুল আলম দলীয় পদের কাগজপত্র জমা না দেওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিনের ১ শতাংশ জনসমর্থনের তালিকা অসম্পূর্ণ, মো. ইমরানের ১ শতাংশের তালিকায় ভুল এবং বিএনএফ প্রার্থী ট্যাক্স রিটার্ন সাবমিট না করায় মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!