সীতাকুণ্ডে ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, লাইসেন্স নেই ডায়াগনস্টিক সেন্টারের

সীতাকুণ্ড ভ্রামমাণ আদালতের অভিযানে দুই ফার্মেসি ও এক ডায়াগনস্টিক সেন্টারকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ ঘোষণা করা হয়।

সোমবার (২২ আগস্ট) দুপুরে সীতাকুণ্ড পৌরসভা বাজারের বিভিন্ন ফার্মেসি এবং ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান চালানো হয় । অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন।

আরও পড়ুন: সীতাকুণ্ডে দুই হোটেল পার পেলেও ধরা খেল ৪ হোটেল

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় শিপ্রা ফার্মেসিকে ১০ হাজার টাকা ও বিরাজ ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জনতা ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স এবং বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ২০ হাজার টাকা জরিমানাসহ ল্যাবটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুর উদ্দিন রাশেদ, সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী ও আবাসিক মেডিকেল অফিসার ডা. মিলজার হোসেন।

অভিযানে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ সহায়তা করে।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!