সীতাকুণ্ডে দুই হোটেল পার পেলেও ধরা খেল ৪ হোটেল

সীতাকুণ্ড সদরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ৪টি খাবার হোটেলকে জরিমানা করা হয়। লাইসেন্স ছাড়া ব্যবসা ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে এই অর্থদণ্ড গুণতে হয় হোটেল মালিকদের।

শনিবার (১৩ আগস্ট) বিকাল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মো. শাহাদাত হোসেন।

আরও পড়ুন: মিরসরাইয়ে ধরা খাওয়া ১২ হোটেল—বেকারিকে এক সপ্তাহের সময়

অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্স না থাকায় রাজবাড়ী রেস্তোরা এন্ড পার্টি সেন্টারকে ৫ হাজার টাকা, সৌদিয়া হোটেলকে ৫ হাজার টাকা, আল-আমিন রেস্তোরাকে ১০ হাজার টাকা এবং ভাই ভাই হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে অমলেন্দু সেন সুইটস এবং গোবিন্দ হোটেলের পরিবেশ আরও পরিচ্ছন্ন রাখার জন্য মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়।

ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন বলেন, আমরা ৬টি খাবার হোটেলে অভিযান পরিচালনা করি। এর মধ্যে চারটি খাবার হোটেলকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসএস/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!