সিটি করপোরেশনের জালে নন্দনকাননের ১৩ লোক

নগরের নন্দনকাননে একটি নির্মাণাধীন ভবন ও ৮ বাড়ির ছাদবাগানে এডিস মশার বংশ বিস্তারে সহায়ক জমাট পানির উৎস পাওয়া গেছে। এজন্য ৯ ভবন মালিককে ৩৪ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক। এছাড়া একই অভিযানে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ৪ দোকানিকে সাড়ে ৬ হাজার জরিমানা করা হয়।

রোববার (১৩ নভেম্বর) নন্দনকানন এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

আরও পড়ুন: সিটি করপোরেশনের জালে নগরের ২ ভবন মালিক

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় নন্দনকানন এলাকায় বিভিন্ন ছাদবাগান ও নির্মাণাধীন ভবনে অভিযান চালানো হয়। এ সময় এডিস মশার লার্ভা পাওয়া ৯ ভবন মালিককে জরিমানা করা হয়। এছাড়া ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় ৪ দোকানদারকেও জরিমানা করা হয়।

অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা -কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা সহায়তা করেন।

এনইউএস/আরবি 

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!