সাগরে জাটকা ধরছিল ১৭ জেলে, ইলিশের স্বাদ পেল এতিমরা

নগরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ১৭ জেলেকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে ২০ মন জাটকা।

বুধবার (১ মার্চ) সকালে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট নেভাল ব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট মো. সায়েমসহ চট্টগ্রাম মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা।

আরও পড়ুন : বঙ্গোপসাগরের অভিযান চালাল জেলা প্রশাসন, ৩ স্পটে জাটকা জব্দ

জানা গেছে, আইন অমান্য করে বঙ্গোপসাগরে এফভি শারমিন নামের একটি মাছ ধরার বোট ইলিশের জাটকা ধরছিল। খবর পেয়ে জেলা প্রশাসন অভিযান চালিয়ে প্রায় ২০ মন জাটকা জব্দ করে। অভিযানে ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের জাটকা ধরার অপরাধে ১৭ জন জেলেকে ৫ হাজার টাকা করে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা মাছগুলো স্থানীয় ৬টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা মাছ ধরায় ১৭ জেলেকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দ করা প্রায় ২০ মন জাটকা স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!