সাগরপাড়ে উৎসব, ট্রলারভর্তি হয়ে আসছে মাছ

সরকারি নিষেধাজ্ঞা শেষে আবারও সমুদ্রে নেমেছে মৎস্যজীবীরা। ফলে ফের সরগরম হয়ে উঠেছে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র।

দীর্ঘ ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগর থেকে আসতে শুরু করেছে ইলিশ থেকে শুরু করে নানা প্রজাতির মাছ। এতে দীর্ঘদিনের নীরবতা কাটিয়ে উৎসবের আমেজ বিরাজ করছে এখানকার জেলে, ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে।

রোববার (২৪ জুলাই) সকালে কক্সবাজার ফিশারীঘাট এলাকায় গিয়ে দেখা গেছে, ট্রলারভর্তি মাছ নিয়ে ফিরছেন জেলেরা। আব্দুল গফুর নামে এক জেলে জানান, সাগরে প্রচুর পরিমাণ মাছ ধরা পড়ছে। এতে তারা অনেক খুশি।

অন্যদিকে ট্রলার মালিকদের মাঝেও উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় মৎস্য ব্যবসায়ী আবু আলোকিত চট্টগ্রামকে বলেন, সাগরে প্রচুর মাছ ধরা পড়ছে। আশানুরুপ মাছ পেয়ে আমরা বেশ খুশি। আশা করি, কয়েকদিনে আরো বেশি পরিমাণ মাছ ধরা পড়বে।

কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের মার্কেটিং অফিসার মো. ছিদ্দিকুর রহমান বলেন, মাছের সরবরাহ আরো বাড়বে এবং সাথে রাজস্ব আদায়ও বেশি হবে।

এর আগে গত ২২ মে থেকে নিষেধাজ্ঞার ফলে সমুদ্রে মাছ শিকারে যেতে পারেননি জেলেরা। মৎস্য অধিদপ্তরের এক আদেশে সামুদ্রিক মাছের প্রজনন সময় বিবেচনায় নিষিদ্ধ করা হয়েছিল মাছ শিকার।

বলরাম/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!