ছাত্রলীগ নেতা খুন করে কক্সবাজারেই আত্মীয়ের বাসায় লুকিয়ে ছিল খুনি

কক্সবাজারে প্রতিপক্ষের হামলায় ফয়সাল উদ্দীন (২৫) নামের এক ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় প্রধান অভিযুক্ত আজিজ সিকদারকে আটক করেছে র‌্যাব-১৫।

সোমবার (৪ জুলাই) দুপুর ৩টায় শহরের লিংক রোড এলাকায় এক আত্নীয়ের বাসা থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, নিহত ফয়সাল খুরুশকুল ইউনিয়নের দক্ষিণ ডেইলপাড়া এলাকার লাল মোহাম্মদের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন: রাউজানে যুবলীগ নেতা খুন—বাজারে ঘুরতে গিয়ে ধরা খেল পলাতক আসামি

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি এসএম সাদ্দাম হোসাইন বলেন, ছাত্রলীগ নেতা ফয়সাল হত্যার মূল হোতা আজিজ সিকদারকে ধরতে সক্ষম হয়েছে র‌্যাব। আটক আজিজকে প্রধান আসামি করে মামলার প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, রোববার (৩ জুলাই) খুরুশকুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন শেষে সন্ধ্যা ৭টার দিকে বাড়ি ফেরার পথে স্থানীয় জহির ও আজিজের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল ফয়সালের ওপর হামলা চালায়। এসময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ফয়সাল মারা যান।

বিডি/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!