সাঈদীর মৃত্যুতে কাতর আরও ৫ ছাত্রলীগ নেতা বহিষ্কার

দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে কাতর হয়ে ফেসবুকে পোস্ট দেওয়া দক্ষিণ জেলার ২ জন ও সন্দ্বীপ উপজেলার ৩ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দিয়েছে ছাত্রলীগ।

বুধবার (১৬ আগস্ট) জেলা ও উপজেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আবু তাহের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংগঠনের কর্মসংস্থান বিষয়ক উপসম্পাদক সাজেদুল হক সাজ্জাদ ও সহসম্পাদক শাহাজাহান হাবীবকে অব্যাহতি দেওয়া হয়।

আরও পড়ুন : চট্টগ্রামে সাঈদীর মৃত্যুর শোক জানিয়ে পদ হারাল ছাত্রলীগের ৩ নেতা

অন্যদিকে সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহফুজুর রহমান সুমন ও সাধারণ সম্পাদক সামিউদ্দৌলা সীমান্ত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংগঠনের সহসম্পাদক মো. রুস্তম, কার্যনির্বাহী সদস্য নুরুল আফছার ও পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসানকে অব্যাহতি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া অসাম্প্রদায়িক চেতনা বহন করা সংগঠন বাংলাদেশ ছাত্রলীগে নীতি-আদর্শ ভুলে ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার দায়ে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, একই অভিযোগে গত বুধবার লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গাজী আমজাদ, মো. তাউসিফ ও উপদপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুমকে অব্যাহতি দেওয়া হয়।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!