চট্টগ্রামে সাঈদীর মৃত্যুর শোক জানিয়ে পদ হারাল ছাত্রলীগের ৩ নেতা

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত ও বাংলাদেশ জামায়েতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শোক জানানোর ঘটনায় লোহাগাড়া উপজেলা তিন ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি একেএম আসিফুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন : চট্টগ্রামে সাঈদীর গায়েবানা জানাজায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়াল শিবির, আটক ৩০

বহিষ্কৃতরা হলেন- উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গাজী আমজাদ, মো. তাউসিফ ও উপদপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া অসাম্প্রদায়িক চেতনা বহন করা সংগঠন বাংলাদেশ ছাত্রলীগে নীতি-আদর্শ ভুলে, নৈতিক অবক্ষয় হওয়া কারো স্থান নেই। নীতি-আদর্শ ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলার ৩ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের নিকট তাদেরকে স্থায়ী বহিষ্কারের জন্য সুপারিশ করা হলো।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!